বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে আরও একজন করোনা রোগী সনাক্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বীরগড় গ্রামের আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে ওই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে এবং জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাড়ালো ১৫ জনে।

হরিপুরে নতুন করে একজন করোনায় আক্রান্তের বিষয়টি আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।

এর আগে গত ১১ এপ্রিলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ জন ও পীরগঞ্জে একজনসহ প্রথম তিনজন করোনা রোগী সনাক্ত হয়। পরে ১৭ এপ্রিল রাণীশংকৈলে এক শিশু ও হরিপুরে একজন সনাক্ত হয়। এর পর ১৮ এপ্রিল আবারো রাণীশংকৈলে একজন সনাক্ত হয়। ২১ এপ্রিল সদরে একজন নারী সনাক্ত হয়।২৬ এপ্রিল বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে গাজীপুরে গার্মেন্টস এ চাকুরী করা ২৭ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়। ২৭ এপ্রিল জেলার হরিপুরে ৩ জন, পীরগঞ্জে ২ জন ও বালিয়াডাঙ্গীতে একজনসহ মোট ৬ জন করোনা রোগী সনাক্ত হয়।

সর্বশেষ ২৮ এপ্রিল হরিপুরে নতুন করে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। তবে এরমধ্যে দুইজন ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com