বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও থেকে:: সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক ঠাকুরগাঁও শাখা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায় দারুল উলুম ফয়জে আম কওমী মাদরাসা আই এফ আই সি ব্যাংকের আয়োজনে ৫০ জন মাদরাসা এতিম ও দুস্থ ছাত্রদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আই এফ আইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও মাদ্রাসার সভাপতি মোদাচ্ছের হোসেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রতিষ্ঠানটি সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলীসহ অন্যান্যরা।

ব্যাংকের ম্যানেজার জানান দেশ ব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com