রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার: জাপানের প্যারা ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠে দুটি ব্রোঞ্জপদক নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন ফাইনালের জন্য লড়াই করবেন লাল সবুজের দুই বুদ্ধিপ্রতিবন্ধি শাটলার।
শুক্রবার ১০ অক্টোবর টোকিওতে অনুষ্ঠিত এসএল ফোর দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী ইমাম নিউজিল্যান্ডের ওয়াজতেকের সঙ্গে জুটি বেধে ২১-১২ ও ২১-১৯ গেম পয়েন্টে (২-০ সেট) ভারতের শুভ্রজিত মহারানা ও দিনেশ রাজাইয়া জুটিকে হারিয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করে সেমিফাইনালে ওঠেন।
অন্যদিকে আরেক ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশের জয়তু ধর ভারতের মঞ্জুনাথ গোবিন্দর সঙ্গে জুটি বেঁধে ২১-৮ ও ২১-৯ গেম পয়েন্টে (২-০ সেট) ক্যামেরুনের এমাগুই পিনোচেট ও সনগা বিটজোকা জুটিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। এই জুটিও ব্রোঞ্জপদক নিশ্চিত করেছে। আজ সেমিফাইনাল ও রোববার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।