সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

টেস্ট সিরিজের আগে দু’দিনের ছুটিতে সাকিব

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি মূলতঃ শুরু হয়েছে আজ ৯ মে থেকে চট্টগ্রামে। যেখানে উপস্থিত ছিলেন না শুধু সাকিব আল হাসান। পরে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। আগামী বুধবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

যদিও ১৫ মে সিরিজ শুরুর আগে ২দিনের ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। আজ ৯ মে এবং আগামীকাল সোমবার ও মঙ্গলবার ছুটিতে থাকবেন সাকিব।

আজ ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত টানা অনুশীলন করবে দল। সাকিবের মতো যোগ দেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। তিনি বিসিবি একাদশের হয়ে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। ১২ মে তার যাওয়ার কথা রয়েছে।

মূলতঃ ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চার ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র ফিরে যান এই বিশ্বসেরা অলরাউন্ডার। জানা গেছে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরবেন তিনি। এরপর সোজা চট্টগ্রামে গিয়ে বুধবার দলের অনুশীলনে যোগ দেবেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়ে গেলেও যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। এ জন্য দুই দিনের ছুটি নিয়েছেন।

অন্যদিকে সাকিব আল হাসান টেস্ট খেলবেন দেখে খুব খুশি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ তিনি সাকিবের ব্যাপারে বলেন, ‘এই কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে। ভালো খেলা গুরুত্বপূর্ণ। হার-জিত তো নির্ধারণ হবে ৫ দিন খেলার পর। আমার চাওয়া দল প্রক্রিয়া আর পরিকল্পনা অনুযায়ী খেলুক। নিজেদের কন্ডিশনে চাপও থাকবে। সাকিব এসেছে, দলের ভারসাম্য ভালো হবে। আশা করি ভালো করব।’

বাংলাদেশ স্কোয়াড ॥ মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস করলে)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com