মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:: পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ১১ জানুয়ারী লর্ডসে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

দেড়শর বেশি রান পুঁজি থাকলেও লড়াই করতে পারেনি ভারত। পেসার যাসপ্রীত বুমরাহর ইনজুরি ভালোভাবেই টের পেয়েছে দেশটি। চার উইকেট হারালেও জয়ে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন অজিদের সামনে ১৬২ রানের লক্ষ্য দিতে পারে ভারত। রান তাড়া করতে নেমে স্বাগতিক শিবির ২৭ ওভারে এই লক্ষ্যে পৌঁছে যায়। ৬ উইকেটের বড় জয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাষ্কার ট্রফির স্বাদ পায় অজিরা।

বেউ ওয়েবস্টার ৩৯ ও ট্রাভিস হেড ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্যাম কনস্টাস-উসমান খাজা ভালো শুরু এনে দিয়েছিলেন। দুজনের জুটি থেকে আসে ৩৯ রান। কনস্টাস ২২ রানে আউট হতেই কিছুটা ছন্দ হারায় অস্ট্রেলিয়া।

ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মার্নাস লাবুশানে। ৬ রানে ফেরেন তিনি। একই হাল স্টিভেন স্মিথের। তার ব্যাট থেকে আসে ৪ রান। এক প্রান্তে খাজা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে ৪১ রানের বেশি করতে পারেননি। এরপর হেড-ওয়েবস্টার ম্যাচ শেষ করে আসেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এর আগে ৬ উইকেটে ১৪১ রানে দিন শুরু করে ভারত। তৃতীয় দিন সকালে মাত্র ১৬ রান যোগ করতে পারে যাসপ্রীত বুমরাহর দল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেলে ভারতের ইনিংস কার্যত শেষ হয়ে যায়। জাদেজা ১৩ সুন্দর ১২ রান করেন।

ব্যাক ইনজুরিতে ভুগতে থাকা বুমরাহ ব্যাটিংয়ে নামেন শেষ ব্যাটার হিসেবে। শূন্য রানে তার আউটের মাধ্যমেই ভারতের ইনিংসের সমাপ্তি ঘটে। দ্বিতীয় দিন ৩৩ বলে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ঋষভ পান্থ। অস্ট্রেলিয়ার হয়ে একাই ৬ উইকেট নেন স্কট বোল্যান্ড। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

ব্যাটিং করলেও বুমরাহ দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। মাঠে ফিরে শ্যাডো করলেও বল হাতে দেখা যায়নি। ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন বুমরাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com