বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফ প্রধান সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে লম্বাবিল এলাকায় পালকী নামক বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়। তারা সবাই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন- সালামত উল্লাহ (৬৫), নজরুল ইসলাম (২৮) ও ১০ মাসের এক শিশু। তারা তিন জনই টেকনাফের হ্নীলা মৌলভী বাজারের মরিষ্যাগুনা এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম।
তিনি জানান, কক্সবাজারের টেকনাফ প্রধান সড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।