বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে ইয়াবা খালাসের সময় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার ভোরে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার ঝাউ বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত দু’জন তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত দু’জন হলেন- টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ হাসিমের ছেলে মোহাম্মদ হাসান আলী (৩৫) ও সদর ইউনিয়নের নাজিরপাড়ার নূর আলমের ছেলে মোহাম্মদ হোসেন ওরফে কামাল (৩০)।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন- এসআই রাজু আহমদ গাজী, এএসআই মিঠুন কুমার ভৌমিক ও কনস্টেবল ইব্রাহিম খলিল। তাদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, রোববার ভোরে টেকনাফের কাটাবনিয়ার সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় মাদক ব্যবসায়ীর মধ্যে ইয়াবার চালান খালাস নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দু’জনকে পাওয়া যায়। উদ্ধার করে তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন লাশটি দু’টি মোহাম্মদ হাসান আলী ও কামাল হোসেনের বলে শনাক্ত করে।

ওসি আরও জানান, নিহত দু’জন তালিকাভুক্ত অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ইয়াবা, শিশু নির্যাতন, হত্যা, মারামারি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৬টি বন্দুক, ২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com