বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী)। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শেষ হবে প্রায় দেড় মাসের লড়াই। দেশ জুড়ে জেগে উঠা ক্রিকেট উৎসব ফুরিয়ে যাবে, পাড়ার চায়ের দোকানের আমেজও কিছুটা বিলিন হবে। পাওয়া না পাওয়ার ভিড়ে সব সমীকরণ মিলে যাবে। তবে শেষ মুহূর্তে এসে আরো একটা প্রশ্নের উত্তর এখনো অজানা, আসর সেরার পুরস্কার উঠছে কার হাতে?
ম্যাচ ফুরালেও প্রশ্নটা থেকে যাবে আরো কিছুক্ষণ, ধারাভাষ্যকার নামটা ঘোষণা না করেন যতক্ষণ। এবার নাম ঘোষণাটা একটু কঠিনই হবে, কেননা বেশ ক’জনই আছেন এবার সেরা হবার দৌঁড়ে। যারা ব্যাটে-বলে মুগ্ধতা ছড়িয়েছেন গোটা আসর জুড়ে। তবে তাদের মাঝে থেকেই একজনকে বেছে নিতে হবে নির্বাচকদের, যার হাতে তুলে দেয়া হবে ’ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কার।
বিপিএল মানেই যেন সাকিব সেরা, এবারো আছে তার সম্ভাবনা। এবারের বিপিএলেও বিধ্বংসী সাকিব নজর কেড়েছেন সবার। বহুরূপী সাকিবকে এমন রূপে আগে দেখেনি কেউ। এবারে বিপিএলে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১১ ইনিংসে তার সংগ্রহ ৩৭৫ রান। গড় প্রায় ৪২, স্ট্রাইক রেট ১৭৫। সাথে ৬.৩২ ইকোনমিতে ১০ উইকেট ; যা তাকে রেখেছে আসর সেরার দৌঁড়ে।
এবারের বিপিএলের বড় বিস্ময় নাসির হোসেন। জাতীয় দলের বাহিরে থাকা এ অলরাউন্ডার এবার বিপিএল ব্যাটে-বলে ছিলেন দারুণ ছন্দে। প্রায় ৪৬ গড়ে ৩৬৬ রান নিয়ে নাসির আছেন সাকিবের পরেই, পঞ্চম স্থানে। তবে বল হাতে আছেন সেরা দুইয়ে, ১৬ উইকেট শিকার করেছেন তিনি। দল ভালো না করলেও টুর্নামেন্ট সেরার দৌঁড়ে সবাইকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
জোরালো সম্ভাবনা আছে সিলেট দলের দু’জনের, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের। দু’জনেই এবারের বিপিএলে ছু্ঁয়েছেন চার শতাধিক রানের মাইলফলক। ৩৮ গড় আর ১১৪ স্ট্রাইক রেটে ৪৫২ রান নিয়ে শান্ত আছেন এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। তবে দু’জনের মধ্যে সম্ভাবনা বেশি তৌহিদ হৃদয়ের, সিলেট স্ট্রাইকার্সের প্রায় অর্ধেক জয়েই তার আছে বড় অবদান। শেষ তিন ম্যাচ যদিও ভালো হয়নি তার, তবে ফাইনালে অসাধারণ কিছু করতে পারলে আসর সেরার পুরস্কার পেতেই পারেন তিনি। মাঝে চোটে পড়ে কিছু ম্যাচে না খেলা হলেও ১১ ইনিংসে ৪০৩ রান নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। স্ট্রাইক রেটটাও আকর্ষণীয় ; ১৪১.৪০, গড় ৪১।
এ চারজনের বাহিরে আসর সেরার পুরস্কার যাওয়া সম্ভাবনা খুবই কম। তবে ৩২৪ রান করা লিটন দাস কিংবা এখন পর্যন্ত ১৬ উইকেট শিকার করা তানভীর ইসলামও চলে আসতে পারেন বিবেচনায়।