সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, ওয়ানডেতে অপরিবর্তিত

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আফগানিস্তানকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বাংলাদেশ এগিয়েছে একধাপ। টেস্টে আগের মতোই নবম ও ওয়ানডেতে সপ্তম স্থানে রয়েছে তারা।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করা হয় বুধবার। ৩ সংস্করণে শীর্ষ স্থানে কোনো পরিবর্তন আসেনি। টেস্টে আগের মতোই অস্ট্রেলিয়া, ওয়ানডেতে নিউ জিল্যান্ড ও টি-টোয়েন্টিতে ভারত শীর্ষে আছে।বাংলাদেশের পেছনে এমনকি শ্রীলঙ্কাও, তারা এখন ৯ নম্বরে। আর ২ ধাপ পিছিয়ে আফগানদের অবস্থান দশে। অবশ্য ওয়ানডে ও টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোন পরিবর্তন আসেনি বাংলাদেশের। টেস্টে ৯ আর ওয়ানডেতে ৭ নম্বরেই আছে তারা। হালনাগাদে ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে পর্যন্ত হওয়া ম্যাচগুলোর ৫০ শতাংশ বিবেচনায় নেয়া হয়েছে। তার পরের সিরিজগুলো থেকে নেয়া হয়েছে শতভাগ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, ওয়ানডেতে অপরিবর্তিত।

গত টি২০ বিশ^কাপে খুবই বাজে পারফর্মেন্স দেখায় বাংলাদেশ দল। কিন্তু ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিদের বিপক্ষে জয় তুলে নেয়। এছাড়া সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষেও টি২০ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। আর সে কারণেই উন্নতি ঘটেছে টি২০ র‌্যাঙ্কিংয়ে। ২৩৩ রেটিং নিয়ে আটে এখন বাংলাদেশ, ২৩০ রেটিংয়ে শ্রীলঙ্কা নয়ে এবং ২২৬ রেটিং নিয়ে আফগানিস্তান দশে। ২৭০ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত।

ইংল্যান্ড ২৬৫ ও পাকিস্তান ২৬১ রেটিং নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। নিউজিল্যান্ড ২ ধাপ পিছিয়ে ৬ নম্বরে, এক ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা চারে। অস্ট্রেলিয়া আছে ৫ নম্বরে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের কোন পরিবর্তন আসেনি। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানেরও অবস্থান অপরিবর্তিত। ৯৫ রেটিং নিয়ে ৭ নম্বরে বাংলাদেশ। তারপরেই যথাক্রমে শ্রীলঙ্কা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)। ওয়ানডেতে শীর্ষে আছে ১২৫ রেটিং নিয়ে নিউজিল্যান্ড। ১২৪ রেটিং নিয়ে ইংল্যান্ড দুইয়ে, ১০৭ রেটিংয়ে অস্ট্রেলিয়া তিনে, ১০৬ রেটিং নিয়ে ভারত চারে ও ১০২ রেটিংয়ে পাকিস্তান পাঁচে অবস্থান করছে।

টেস্টে ৫১ রেটিং নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ, ২৬ রেটিং নিয়ে জিম্বাবুইয়ে শুধু বাংলাদেশের নিচে ১০ নম্বরে। এই ফরমেটের সেরা দল এখন অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১২৮, দুইয়ে থাকা ভারত বেশ পিছিয়ে ১১৯ রেটিং নিয়ে। নিউজিল্যান্ড আছে তিনে ১১১ রেটিংয়ে।

আফগানিস্তান ও আয়ারল্যান্ড র‌্যাঙ্কিংয়ে নেই। র‌্যাঙ্কিংয়ে আসার মতো পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ পায়নি তারা। ওয়ানডেতে নিউ জিল্যান্ড শীর্ষস্থান ধরে রাখলেও দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড পয়েন্টের ব্যবধান একে নামিয়ে এনেছে। তিন পয়েন্ট বেড়ে নিউ জিল্যান্ডের নতুন পয়েন্ট ১২৫, ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে ৫।

১০৭ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া, ২ পয়েন্ট কম নিয়ে চারে ভারত। তাদের পরের দুই অবস্থানে পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)। সপ্তম স্থান ধরে রাখা বাংলাদেশের দুই রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৯৫। তাদের পরের তিনটি স্থানে শ্রীলঙ্কা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com