রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

টি-২০ অধিনায়কত্ব নিয়ে মাহমুদুল্লাহর সঙ্গে আলোচনা অচিরেই

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ব্যাট হাতে পারফর্ম করতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। দলও টি-টোয়েন্টিতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। সর্বশেষ ১২ টি২০ ম্যাচের ১০টিতেই হেরেছে বাংলাদেশ। একটি পরিত্যক্ত হয়েছে এবং একটি জিতেছে। সব ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ দল। তার অধীনে দল যেমন জিততে পারছে না, তেমনি ব্যাট হাতে নিজের অবস্থাও শোচনীয়। সর্বশেষ ১২ ম্যাচে কোন অর্ধশতক নেই তার। রান করেছেন ১৫.৬৪ গড়ে মাত্র ১৭২ রান।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজে বাংলাদেশ দল ও মাহমুদুল্লাহ ঘুরে দাঁড়াতে পারেনি। তাই টি২০ দলের নেতৃত্বে মাহমুদুল্লাহর থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন অচিরেই টি২০ নেতৃত্ব নিয়ে মাহমুদুল্লাহর সঙ্গে আলোচনা করা হবে। কিছুদিন আগেই টেস্টে নেতৃত্ব পরিবর্তন হয়েছে।

মুমিনুল হক দল ও নিজের ব্যর্থতায় শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন। একই পরিস্থিতি মাহমুদুল্লাহর টি২০ ক্রিকেটে। তার বিষয়ে পাপন বলেন, ‘অধিনায়কত্বের বিষয়ে আজকে বলা কঠিন। সিদ্ধান্ত নিতে ১ মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে। তারপরও তার নেতৃত্বে বিসিবি সন্তুষ্ট কিনা সে প্রশ্নের জবাবে পাপন বললেন, ‘এটা তো কঠিন প্রশ্ন।

মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়ে যাবে। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে তা কিন্তু না।’ টি ২০তে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা পরিবর্তন হবে সেটা মনে হয় না। এখানেও লং টার্মে ভাবতে হবে।’ তার নেতৃত্বে বাংলাদেশের টি২০-তে অবস্থানের উন্নতি হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com