শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নবেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় আয়োজিত আইসিসি-র এই শো-পিস ইভেন্ট। বিশ ওভারের বিশ্বযুদ্ধের আগে শেন ওয়াটসন বেছে নিলেন সেরা পাঁচ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও বিশ্ববন্দিত অলরাউন্ডারের বেছে নেওয়া সেরা পাঁচে রয়েছেন ভারতের এক ও পাকিস্তানের দুই ক্রিকেটার। বাইশ গজে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দুই ক্রিকেটারের মধ্যে রয়েছেন। ওয়াটসন রেখেছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে। নিজের দেশের থেকে ওয়াটসন বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নারকে। রেখেছেন ইংল্যান্ডের জস বাটলারকে। ভারত থেকে ওয়াটসন বেছে নিয়েছেন সূর্যকুমার যাদবকে। আইসিসি রিভিউ-তে ওয়াটসন তাঁর পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছেন।
১) বাবর আজম আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং ॥ এক
‘প্রথমেই আমি বাবর আজমকে রাখব। ও আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। ও জানে কী ভাবে আধিপত্য বিস্তার করতে হয়। ওর খেলা দেখে মনে হয়, ও কোনও ঝুঁকি না নিয়েই অসাধারণ দ্রুততার সঙ্গে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে রান করে। ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরিবেশে খুবই ভাল খেলবে। ওর টেকনিকও অস্ট্রেলিয়ার পরিবেশের জন্য তৈরি।’
২) সূর্যকুমার যাদব আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং ॥ দুই
‘তালিকায় দুয়ে রাখব সূর্যকুমার যাদবকে। ও অসাধারণ ব্যাটিং করছে। তবে আমি অবাক হব না যদি অস্ট্রেলিয়ায় কেএল রাহুলের বিস্ফোরণ দেখা যায়। ও অস্ট্রেলিয়ার পরিবেশে শাসন করার ক্ষমতা রাখে।’
৩) ডেভিড ওয়ার্নার আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং ॥ ৪০
‘তিনে রাখব ডেভিড ওয়ার্নারকে। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলেছে। ওর ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে। ও আগুন জ্বালানোর জন্য প্রস্তুত আছে।’
৪) জস বাটলার আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং ॥ ১৭
‘আমার কাছে চারে জস বাটলার। আইপিএলে বহুবার দেখেছি যে, ওকে কেউ আউট করতে পারেনি। ২০১৬ সালে বিরাট কোহলির পর বাটলার এক মরসুমে চারটি সেঞ্চুরি করেছে। দারুণ ফর্মে আছে বাটলার। টি-টোয়েন্টি ক্রিকেটে ওকে আউট করা অসম্ভব হয়ে যায়। ও বিশ্বের যে কোনও বোলারকে নিয়ে ছেলেখেলা করতে পারে। অস্ট্রেলিয়ার পরিবেশ খুব ভাল ভাবে চেনে ও। কয়েক বছর আগে আমি যখন সিডনি থান্ডারে খেলতাম ও বিগ ব্যাশ খেলেছিল। খুব ভাল পারফর্ম করেছিল। বাটলার দাপট দেখাবে বিশ্বকাপে’।
৫) শাহিন আফ্রিদি আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ১৩
‘সবার শেষে থাকবে শাহিন আফ্রিদি। ওর উইকেট নেওয়ার ক্ষমতা আলাদা রকমের। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা দেখেছি যে, নতুন বল হাতে নিয়ে ও সেরা ব্যাটারদের বুছে নেয়। আমি অবাক হব না ও যদি অস্ট্রেলিয়ার পরিবেশে আধিপত্য দেখায়। সুইংয়ের সঙ্গে গতিশীল ও বাউন্সি উইকেট পাবে আফ্রিদি। আমার একটাই চিন্তা, ও যদি শুরুর দিকে উইকেট না পায়, তাহলে খানিকটা পিছিয়ে পড়তে পারে। তবে আমি নিশ্চিত ও এই দিকটা নিয়ে কাজ করছে। আবারও বলছি বিশ্বকাপে ও আধিপত্য দেখালে অবাক হব না।’ এখন দেখার ওয়াটসনের বেছে নেওয়া পাঁচ ক্রিকেটার বিশ্বকাপে কী ফুল ফোটান।