শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ঢাকায় নেমে সরাসরি দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন শ্রীরাম। যেখানে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলছেন এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়রা। বাংলাদেশে চলে এসেছেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম। রবিবার দুপুরেই বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ৪৬ বছর বয়সী শ্রীরাম।
শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে শ্রীরামকে বাংলাদেশ দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। দুই দিনের মধ্যেই বাংলাদেশে চলে এলেন শ্রীরাম। তার দায়িত্ব শুরু হবে আসন্ন এশিয়া কাপ থেকে এবং কাজ করবেন অক্টোবর-নবেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এদিন অবশ্য আগামী ৩ মাস যাদের শিষ্য হিসেবে পাবেন তারা অনুশীলন করেননি, নেমেছেন প্র্যাকটিস ম্যাচে। আর সেটাই দেখেছেন শ্রীরাম ব্যাটিং কোচ জেমি সিডন্সের পাশাপাশি থেকে। তবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ছিলেন এদিন অনুপস্থিত। এতেই স্পষ্ট হয়েছে টি-টোয়েন্টি দলের দায়িত্বে আর থাকা হচ্ছে না ডোমিঙ্গোর।
শনিবার দলগত অনুশীলন শুরু হয় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে এই প্রথম দিনের অনুশীলনে মাঠে ডোমিঙ্গো উপস্থিত থাকলেও আসলে তেমন কোন কাজ করতে দেখা যায়নি তাকে। আগের দিনই জানা গেছে টি-টোয়েন্টি দলের পুরো ভারটাই সামলাবেন শ্রীরাম। তার সঙ্গে থাকবেন সিডন্স। যদিও রবিবার পর্যন্ত বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কে। অথচ এদিন ডোমিঙ্গো মাঠে ছিলেন অনুপস্থিত।
এ বিষয়ে মোসাদ্দেক হোসেন সৈকত যা বলেছেন তাতে করে টি২০ দলের সঙ্গে ডোমিঙ্গো থাকছেন না সেটা পরিষ্কার। মোসাদ্দেক বলেছেন, ‘উনি হয়তো টি২০তে থাকবেন না। টেস্ট আর ওয়ানডেতে থাকবেন। টি২০তে মিস করলেও অন্য ফরমেটে তো তাকে পাবই।’ আর এ কারণে রবিবার মিরপুরে শ্রীরামের আগমন ঘটেছে আর ডোমিঙ্গো আসেননি।
বিসিবি সভাপতি বৈঠকে বসবেন শ্রীরামসহ কোচিং স্টাফদের সঙ্গে এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। আর শ্রীরামের সুযোগ হয়েছে ক্রিকেটারদের ব্যাট-বলের পারফর্মেন্স দেখার। কারণ এদিন নিজেদের মধ্যে মিরপুরে অনুশীলন ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। যেখানে এশিয়া কাপের দলে থাকারা ছিলেন এবং বাইরের ক্রিকেটাররাও ছিলেন। শ্রীরাম অবশ্য মাঠে কাজ করার আপাতত সময় পাবেন না। কারণ আজও প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। পরদিন বিকেলেই আরব আমিরাতের বিমানে উঠবে সাকিব আল হাসানের দল। সেক্ষেত্রে আরব আমিরাতে গিয়ে এশিয়া কাপের মিশন থেকেই কাজে নামবেন শ্রীরাম।