শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

টি-টোয়েন্টির উন্নতির জন্য বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন শ্রীরাম

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ শ্রীধরন শ্রীরামের নামটা বাংলাদেশের সঙ্গে বেশ জড়িয়ে আছে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে আগে এমন পদ দেখা যায়নি। এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে ডোমিঙ্গো নাও থাকতে পারেন। এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি দলে ব্যাপক পরিবর্তনের ঘোষণা ১ দিন আগেই দেন বিসিবি সভাপতি পাপন। তারই প্রথম পদক্ষেপ হিসেবে শ্রীরামের নিয়োগকে বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে ডোমিঙ্গোকে শুধু ওয়ানডে ও টেস্টের দায়িত্বে রাখার সম্ভাবনা রয়েছে। আর শ্রীরাম পুরোপুরি টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেবেন। যদিও ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেয়ার বিষয়ে পাপন কিছু বলেননি।
রবিবার

আগামী রবিবার বাংলাদেশে আসার কথা রয়েছে ৪৬ বছর বয়সী শ্রীরামের। যেহেতু রাসেল ডোমিঙ্গো এশিয়া কাপে যাচ্ছেন না, তাই জানা গেছে, ওই টুর্নামেন্টে শ্রীরামের কাঁধেই থাকবে জাতীয় দলের মূল দায়িত্ব। তার মানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি হেড কোচ হিসেবে শ্রীরামের কথাই ভাবছে বিসিবি। এশিয়া কাপের পর হয়তো সেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পদের বিষয়টি পরিষ্কার না হলেও আগামী বিশ্বকাপ পর্যন্ত যে শ্রীরাম দলের সঙ্গে থাকবেন, সেটা নিশ্চিত।

শ্রীরাম নিজেও ভীষণ খুশি বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে পেরে। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’ ভারতীয় এই কোচ মনে করেন, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অপার সম্ভাবনা আছেন। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের প্রথম জয় ২০০৪ সালের ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

১৫ রানের সেদিন ভারতকে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ দল। ওই ম্যাচে ক্যারিয়ারসেরা ৫৭ রান করেন শ্রীরাম ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে। দলের সর্বোচ্চ স্কোরার হয়েও ১৫ রানের হার ঠেকাতে পারেননি। সেটি আবার ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল শ্রীরামের। বাঁহাতি এই মিডলঅর্ডার ব্যাটার আবার বাঁহাতি স্পিনেও ছিলেন কার্যকর।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ পারফর্মেন্স দেখানো শ্রীরামের কোচিং ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ। তাকেই এবার সঙ্কটাপন্ন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা কাটাতেই তাকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিচ্ছে বিসিবি। যদিও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর জায়গায় শ্রীরামই কোচ হচ্ছেন এমন গুঞ্জন আছে, কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার করে কিছু বলেননি।

এশিয়া কাপ আর বিশ্বকাপ-দুই ইভেন্টে এই দলের সঙ্গে থাকতে পারবেন ভেবে রোমাঞ্চিত তিনি। শ্রীরাম বলেন, ‘আমার বিশ্বাস, বাংলাদেশে সাদা বলে অপার সম্ভাবনা আছে। এই মেধাবী ক্রিকেটারদের সঙ্গে দুটি বড় ইভেন্টে সম্পৃক্ত হওয়ার কথা ভাবলেই রোমাঞ্চিত বোধ করছি।’ আর কোচিং পেশায় নজর কাড়েন সবারই। অন্তর্বর্তীকালীন দায়িত্বে গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের দায়িত্বও পালন করেন শ্রীরাম। এখন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি আনার ক্ষেত্রে এ ভারতীয় কোচ কেমন করেন সেটাই দেখার অপেক্ষা। তিনি নিজে অবশ্য বাংলাদেশের হয়ে কাজ করতে মুখিয়ে আছেন।

শ্রীরাম বলেন, ‘২৫ বছরের ক্রিকেট অভিজ্ঞতা এবং এলিট পর্যায়ে ৯ বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে আমি আসছি। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য সত্যিই মুখিয়ে আছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাদা বলের ক্রিকেট অনেক বেশি সামর্থ্য আছে। এই মেধাসম্পন্ন দলের সঙ্গে দুটি উচ্চ পর্যায়ের ইভেন্টে সংযুক্ত থাকার ভাবনাটা আমাকে বেশ উদ্বেলিত করছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com