রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে ফ্রান্সের ক্রিকেটার গুস্তাভ ম্যাকিওনের ১৮ বছরেই সেঞ্চুরির বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ টি-টোয়েন্টি পুরুষদের ক্রিকেটে সর্বকনিষ্ঠ মাত্র ১৮ বছর ২৮০ দিনে আন্তর্জাতিক শতরান। এই নজির গড়েই বিশ্বরেকর্ড করে ফেললেন ফ্রান্সের ক্রিকেটার গুস্তাভ ম্যাকিওন পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এত অল্প বয়সে সেঞ্চুরি করার নজির আর কোনও ক্রিকেটারের নেই। গত সোমবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ফিনল্যান্ডের ভ্যানটায় সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স।

ওই ম্যাচে ৬১ বলে ১০৯ রানের ইনিংস খেলে ইতিহাস লিখলেন ম্যাকিওন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের উপ-আঞ্চলিক বাছাই ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ওপেনিং এই ব্যাটার।

সুইস বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন ম্যাকিওন। ৯টি ছয় ও ৫টি চার হাঁকিয়েছেন তিনি। জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই এই অনন্য রেকর্ড করে ফেললেন ম্যাকিওন। ফ্রান্সের ক্রিকেটার আন্তর্জাতিক আঙিনায় পা রেখেই খবরে এসেছিলেন। অভিষেক ম্যাচে তিনি ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ফ্রান্স ৫৪ রানে হারিয়েছিল চেক প্রজাতন্ত্রকে। যদিও ম্য়াকিওনের বিশ্বরেকর্ডের ম্যাচে ফ্রান্স জিততে পারেনি।

দেখে নেওয়া যাক সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান রয়েছে যাঁদের

গুস্তভ ম্যাকিওন ১৮ বছর ২৮০ দিন- ফ্রান্স বনাম সুইজারল্যান্ড, ভ্যানটা, ২০২২
হাজারাতুল্লাহ জাজাই ২০ বছর ও ৩৩৭ দিন- আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, দেহরাদুন, ২০১৯
সুকুমার পেরিয়ালওয়ার ২১ বছর ও ১৬১ দিন- রোমানিয়া বনাম তুরস্ক, ইলফভ কাউন্টি, ২০১৯
অর্কিড় তুইসেঙ্গে, ২১ বছর ও ১৯০ দিন- রাওয়ান্ডা বনাম সেচেলেস, কিগালি ২০২১
দীপেন্দ্র সিং আইর, ২২ বছর ৬৮ দিন- নেপাল বনাম মালয়েশিয়া, কাঠমুন্ডু, ২০২২

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com