রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

টাঙ্গাইলে জুলাই মাসে ৬ হাজার করোনা রোগী শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘণ্টায় ১৫২ জনসহ শুধু জুলাই মাসে জেলায় ৫ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ে মৃত্যুও ১০০ ছাড়িয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৪৮ দশমিক ৫৭ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে গত বছরের ৮ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৭০৭ জন। তবে জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৯২৪ জন। সব মিলে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২১ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৪ জন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউ সেবা থেকে বঞ্চিত রয়েছে করোনা আক্রান্ত রোগীরা। তবে বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে চারটি আইসিইউ বেড চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলার সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। শুধু জুলাই মাসে জেলায় শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার। এ ছাড়া মৃত্যুর সংখ্যাও বেশি এক মাসে।

তিনি জানান, করোনার ডেল্টা ভেরিয়েন্ট খুব দ্রুত মানুষের মধ্যে ছড়ায়। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাস্ক পরিধানের বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com