রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ৫ ইউপি নির্বাচনে চলছে ভোট গ্রহন

টাঙ্গাইল প্রতিনিধি:: শান্তিপুর্নভাবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়েছে, বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। শীতের কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে ৩ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৫৪ জন এবং সংরক্ষিত পদে ৫১ জন প্রার্থী রয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যে সব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি। নির্বাচনে ৫০টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ রয়েছে। শতকরা হিসেবে ৮৮ ভাগের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। নির্বাচনে মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫৮ হাজার ৮৯২ আর নারী ভোটার রয়েছে ৫৮ হাজার ১৮১ জন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে পর্যান্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূণ প্রতিটি কেন্দ্রে থেকে ৮ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৭ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিটি কেন্দ্রে ১৪ থেকে ১৬ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com