মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকা থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১২।
গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর ও স্পেশাল কোম্পানীর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজার পূর্ব উত্তর পাশে
পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সিরাজগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে আসা ০৩টি মোটরসাইকেল চালক ও আরোহীদের তল্লাশী করে ১শ ৫০ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিদেশী মদ এবং ৩ হাজার ৬শ ১০ পিচ এ্যাম্পুল এবং তাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেলসহ ৫ জন মাদক গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সাদ্দাম (৩০), পিতা-মোঃ গোলজার হোসেন, মোঃ সুমন ইসলাম (১৯), পিতা-মোঃ জলিল ইসলাম, মোঃ মোস্তাকিম হোসেন (২০), পিতা-মোঃ আমজাদ আলী, সর্ব সাং- দৈবকনন্দনপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, মোঃ জাহিদ হাসান রবিন (৩৪), পিতা-মৃত খোকন মিয়া, সাং-পূর্ব আদালতপাড়া, (১৪নং ওয়ার্ড), মোঃ খাইরুল ইসলাম শিপলু (৪০), পিতা-মোঃ শওকত হোসেন, গ্রাম-ছোটকালীবাড়ী (১৭নং ওয়ার্ড), উভয় থানা-টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।