মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ টাইগাররা জিতবে, না হারবে? জয়ের আশা আছে। কিন্তু যেভাবে চতুর্থদিনের শেষ বেলায় উইকেট পড়ল, তাতে হারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডারবান টেস্টের শেষদিনে কী অপেক্ষা করছে? ৮ রানেই ৩ উইকেট পড়ার পর ১১ রান হতেই আলো না থাকায় দিন শেষ হয়। তাতে বাংলাদেশের জিততে লাগবে ২৬৩ রান, হাতে আছে ৭ উইকেট।
অধিনায়ক মুমিনুল হক আবারও ছন্নছাড়া ব্যাটিং করলেন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৭ রান করে। দ্বিতীয় ইনিংসে করে ২০৪ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৯৮ রান করে। এরপর জিততে ২৭৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে চতুর্থদিনই ৩ উইকেট হারিয়ে বসে। তাতে ডারবান টেস্টে জয়ের যে সুবাতাস মিলছিল, দক্ষিণ আফ্রিকা মাটিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার টেস্টে হারিয়ে ইতিহাস গড়ার যে আশা দেখা হচ্ছিল, তা না হতাশায় পরিণত হয়ে যায়। নাজমুল হোসেন শান্ত ৫ রানে ও মুশফিকুর রহিম ব্যাটিং করছেন। আগামীকাল দলকে জেতাতে নামবেন।
ওপেনার সাদমান ইসলামের ক্যারিয়ারটাই বোধহয় এখানে থেমে গেল। প্রথম ইনিংসে কিছুই করতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও তাই। রানের খাতা খোলার আগেই আউট। এই টেস্টে এখনও সবচেয়ে সেরা ইনিংসটি খেলেছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস উপহার দেন। তিনিও দ্বিতীয় ইনিংসে ৪ রানের বেশি করতে পারেননি। ২ রানের বেশি করতে পারলেন না। দুই স্পিনার কেশভ মহারাজ ও সাইমন হার্মার মিলে শুরুতেই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার ইঙ্গিত দিতে থাকেন। দলের ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
৩ উইকেট শিকার করা পেসার এবাদত হোসেন, স্পিনার মেহেদি হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদ মিলে এত সুন্দর বোলিং করলেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস অল্পতেই বেঁধে রাখলেন। তাতে করে বাংলাদেশ প্রথম ইনিংসে যে রান করল, জিততে তার চেয়েও কম লক্ষ্য দাড় হল। কিন্তু শুরুতেই এলোমেলো হয়ে গেল বাংলাদেশ। তাতে জয়ের যে আশ তৈরি হল, তাতে যেন হতাশার রেখা মিলছে।