সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচ ইংলিশদের জন্য মুখরক্ষার। অন্যদিকে, ভারতের জন্য পয়েন্ট টেবিলে শীর্ষে ফেরার। ম্যাচ টস জিতে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

বাংলাদেশ সময় রোববার দুপুর আড়াইটায় লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

পরিসংখ্যানের লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত। এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৬ বার ইংলিশদের সঙ্গে দেখা হয়েছে ভারতের। যেখানে রোহিত শর্মাদের ৫৭টি জয়ের বিপরীতে ইংল্যান্ড ৪৪ ম্যাচ জিতেছে। এছাড়া তিন ম্যাচে কোনো ফল আসেনি এবং বাকি দুটি পরিত্যক্ত হয়েছে।

বিশ্বকাপের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে উভয়ের ৮ বারের দেখায় ইংল্যান্ড ৪টি এবং ভারত ৩টিতে জিতেছে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে চলতি আসরে স্রেফ উড়ছে ভারত।

এখন পর্যন্ত বিশ্বকাপের ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে ভারত। বিপরীতে ইংলিশরা ৬ ম্যাচের ৫টি হেরে অবস্থান করেছে পয়েন্ট টেবিলের তলানিতে। ব্যাট হাতে দারুণ ব্যর্থ জস বাটলার, লিয়াম লিভিংস্টোনরা। এছাড়া ডেভিড মালান, জো রুট ও জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটাররাও বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com