বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলনেতা লোকেশ রাহুল। বাংলাদেশের পক্ষে অভিষেক হতে যাচ্ছে জাকির হাসানের। ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রান করে নজর কেড়েছেন তিনি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের সিরিজের অংশ আসন্ন সিরিজটি। এখন অবধি ১০ ম্যাচে অংশ নিয়ে একটি করে জয় এবং ড্র নিয়ে টেবিলের তলানিতে আছে। নিউজিল্যান্ডের মাটিতে পাওয়া টেস্ট জয়টি ছিলো ঐতিহাসিক। নিউজিল্যান্ডের ডেরায় জয় পেতে ঘাম ঝড়াতে হয় ভারত-পাকিস্তান এবং শ্রীলংকার মত দলগুলোকেও। চলতি বছর চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে একমাত্র ড্র’র স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে কোন টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এই ফরম্যাটে ১১ ম্যাচে ভারতের বিপক্ষে কোন জয় নেই টাইগারদের। তবে বৃষ্টির কল্যানে টিম ইন্ডিয়ার সঙ্গে দু’টি টেস্ট ড্র’করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান একেবারেই হতাশাজনক। ১৩৪টি ম্যাচ খেলে মাত্র ১৬টি জয় এবং ১০০টি ম্যাচ হেরেছে টাইগাররা। বাকি ১০টি ম্যাচ ড্র হয়েছে। যার বেশিরভাগ ড্র’ই হয়েছে বৃষ্টির কল্যাণে। প্রথম টেস্টে ভারতের
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।