সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপের ২২তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

দুই দলের সবশেষ ৫ ম্যাচের লড়াইয়ে এগিয়ে আছে পাকিস্তান। যেখানে ৫টিতেই জিতেছে পাকিস্তান। চলতি বিশ্বকাপে দলটি এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২টি জয় ও ২টি হার নিয়ে টেবিলের পাঁচে রয়েছে তারা। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে আফগানিস্তান রয়েছে দশে।

দুই দল সব মিলিয়ে ওয়ানদে ফরম্যাটে মুখোমুখি হয়েছে ৭বার। তাতে শতভাগ জয়ের রেকর্ড পাকিস্তানের। কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল- হক ও নুর আহমদ।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com