সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম রূপকথার জন্ম দেওয়া নেদারল্যান্ডস আজও জয় ছিনিয়ে নিতে চায়। অন্যদিকে তিন ম্যাচ খেলে এখনও জয়ের দেখা না পাওয়া শ্রীলঙ্কা আজ ডাচদের হারিয়ে প্রথম জয়ের দেখা পেতে চায়।
এবারের বিশ্বকাপে যাচ্ছেতাই অবস্থা শ্রীলঙ্কার। টানা বাজে পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক বদল ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের। টুর্নামেন্টের মাঝপথে এসে আবার রিজার্ভ হিসেবে উড়িয়ে আনা হয়েছে আরও দুই ক্রিকেটারকে। সব মিলিয়ে এবারের আসরে এখনও প্রথম জয়ের খোঁজে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অন্যদিকে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয়া নেদারল্যান্ডস এই ম্যাচেও ভালো কিছু করতে চায়। প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া মোমেন্টাম লঙ্কানদের বিপক্ষেও ধরে রাখতে চায় ডাচ বাহিনী। শ্রীলঙ্কার দুঃসময়টাও কাজে লাগাতে চায় তারা। যদিও ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দলের ৫ দেখায় সব কটিতেই জিতেছে লঙ্কানরা।
আজকের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। আর ডাচরা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।