সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে লড়াই।

বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে আজ খেলবেন শেখ মেহেদী হাসান।

আফগানিস্তানের ম্যাচের মতোই তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টিম টাইগার্স। পেস আক্রমণে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অপরদিকে, ইংল্যান্ডের একাদশে একটি পরিবর্তন এসেছে। মঈন আলীর পরিবর্তে খেলবেন রিচি টপলে।

টি স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২ খেলাটি সম্প্রচার করবে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিচি টপলে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com