রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচ দুই দলের জন্যেই সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াই। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

আফগানদের মতো শ্রীলঙ্কাও আসরে প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে। তারা টানা দুই ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে। লঙ্কানরা আফগানদের চেনা প্রতিপক্ষই। গত দুই বছরে দুবার শ্রীলঙ্কা সফর করেছে আফগানিস্তান। তাতে লড়াই হয়ে দাঁড়িয়েছে আফগান কামান বনাম লঙ্কান সিংহ।

পরিসংখ্যানের লড়াইয়ে আফগানিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত মোট ১১ বার দেখা হয়েছে দুই দলের। এতে ৭ ম্যাচে জয়ের মুখ দেখেছে শ্রীলঙ্কা। বিপরীতে ৩টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। একটি ম্যাচের কোনো ফল হয়নি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে পরিবর্তন। শ্রীলঙ্কা দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে জায়গা পেয়েছেন চামিরা এবং করুনারত্নে। এদিকে আফগানিস্তান দলে রয়েছে এক পরিবর্তন। নূরের পরিবর্তে দলে এসেছেন ফজল হক ফারুকি।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মহেশ থেকসানা, কাসুন রাজিথা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com