সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় র‌্যাব-১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানায়নি র‍্যাব।

সোমবার (৩১ মে) রাত ১২টায় এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আ ন ম ইমরান খান।

ইমরান খান বলেন, সোমবার রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিহত হন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবা জব্দ করে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com