বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, একুোশর কন্ঠ : ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরের টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় টঙ্গী ব্রিজে ওঠার আগে আবদুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেল ব্রিজে ওঠার আগে লাইনচ্যুত হয়। পাঁচটি বগি লাইনের বাইরে চলে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বগি উদ্ধারের কাজ চলছে। ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।