বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানাটিতে প্রায় ১৩০০ শ্রমিক কাজ করেন। সোমবার তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু বিকালে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়েই গোপনে কারখানা ত্যাগ করেন। এরপর শ্রমিকরাও বাসায় ফিরে যান।

মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ লিখিত নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক মাসুদ বলেন, কিছুদিন পরেই ঈদ। এখন বেতন-ভাতা আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা, কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না। দেশবাসীর কাছে আমরা ন্যায়বিচার ও সাহায্য চাই।

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শ্রমিক শারমিন আক্তার বলেন, আমরা দীর্ঘসময় কারখানায় বেতনের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না দিয়েই চোরের মতো পালিয়ে গেছে। আমাদের সমস্যা সমাধানের জন্য তারা কোনো চেষ্টা করেনি।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের কয়েকটি কারখানাও বন্ধ হয়ে যায়। এছাড়া মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com