শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

টঙ্গীতে আগুনে অর্ধশতাধিক বসতঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ইসমাইল মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রায় ৫২টি ঘর পুড়ে ছাই হয়।

প্রত্যক্ষদর্শী ইসমাইল মিয়া জানায়, রাতে মানুষের চিৎকার চেচামেচিতে ঘুম ভাঙলে দরজা খুলে দেখি আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা প্রথমে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com