বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

ঝালকাঠির রাজাপুরে দুই প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা,আহত ২৫

ঝালকাঠি প্রতিনিধি : আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়রম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে । এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন ।

বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন ।
আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে । এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন । ঘটনার পর উভয়পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com