রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মঙ্গলবার ২ আগস্ট ভারতের ভুবনেশ্বরে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে । প্রতিপক্ষ নেপাল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে। স্বপ্নপূরণ করতে ধাপ পেরুতে হবে আর মাত্র দুটি। একই ভেন্যুতে এর সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারত মালদ্বীপেকে মোকাবেলা করবে। পূর্ণ জয় নিয়ে ফাইনালে খেলতে চায় বাংলাদের যুবারা।
প্রথম তিন ম্যাচ জেতার পরই বাংলাদেশের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়েছিল। রবিবার নেপাল ও ভারতের ম্যাচের ফলাফলের পর জমে গেছে ফাইনালে ওঠার লড়াই। শেষ দিনের খেলার পরই নির্ধারণ হবে কোন দুটি দল টুর্নামেন্টের ফাইনাল খেলবে। চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই আসরের ফাইনালে উঠতে হলে আগামীকাল মঙ্গলবার ২ আগস্ট মাত্র এক পয়েন্ট দরকার ‘দ্য ইয়ং বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ দলের। তার মানে কমপক্ষে ড্র করলেই চলবে পল স্মলির শিষ্যদের।
তিন ম্যাচের সবই জিতে যেখানে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্সে অবস্থান করছে তারা, সেখানে একটু বেকায়দাতেই আছে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা নেপাল। ফাইনালে উঠতে হলে দুটি কঠিন সমীকরণ মেলাতে হবে তাদের। একটি হচ্ছে আজ অবশ্যই তাদের বাংলাদেশকে হারাতে হবে তাদের এবং হার বা ড্র কামনা করতে হবে ভারতের।
তবে এমনটা হলেও স্বস্তি নেই নেপালের। কারণ বাংলাদেশ-ভারতের সঙ্গে তাদের তাদেরও সমান ৯ পয়েন্ট হয়ে গেলে তখন শীর্ষ দুই দলকে ফাইনালিস্ট হিসেবে বেছে নিতে গেলে অবধারিতভাবেই আসবে গোল পার্থক্যের বিষয়টি। ভারত জিতলে এবং বাংলাদেশ হারলে, তখন তিন দলের পয়েন্ট হবে ৯ করে। হেড টু হেডও সমান হয়ে গেলে গোল ব্যবধানে নির্ধারণ হবে দুই ফাইনালিস্ট। এখন বাংলাদেশের গোল ব্যবধান +৫, ভারত +১১ ও নেপাল -১।
ভারতের কাছে নেপাল হেরেছে ৮-০ গোলে। এই ফলাফলের কারণে নেপালের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। নেপালকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে তো হারাতেই হবে, সেই সঙ্গে বাড়িয়ে নিতে হবে গোলও।
এগিয়ে থাকতে হবে নেপালকে। ম্যাচে জিততে হবে কমপক্ষে ৬ গোলের ব্যবধানে। যা তাদের জন্য বেশ দুঃসাধ্যই বটে।
ফাইনালে উঠতে ভারতের সমীকরণটা মোটামুটি সহজই।
তাদের প্রতিপক্ষ মালদ্বীপ বেশ দুর্বল। আর অঘটনের শিকার হয়ে হারলেও ফাইনালে নাম লেখানোর সুযোগ থাকবে অনেক ‘যদি-কিন্তু’র মারপ্যাঁচে। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে তাদের অর্জন ৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয়। তবে ১৩ গোল করে ও মাত্র ২ গোল হজম করাটা তাদের জন্য ‘রক্ষা কবচ’ হিসেবে বিবেচিত হতে পারে।
ভুবনেশ্বর থেকে বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য জানিয়েছেন, ‘নেপাল যদি বাংলাদেশকে ৫-০ গোলে হারাতে পারে, তবেই তারা খেলার সুযোগ পাবে ফাইনালে।’
তবে ভারত ও মালদ্বীপের খেলার ফলাফলের ওপরও বাংলাদেশের ফাইনাল অনেকটা নির্ভর করছে। ওই ম্যাচে ভারত পয়েন্ট হারালে বাংলাদেশ সরাসরি উঠে যাবে ফাইনালে।
তবে বাংলাদেশ এই সব সমীকরণ নিয়ে ভাবছে না। সহকারী কোচ রাশেদ আহমেদ পাপ্পু বলেছেন, ‘নেপালকে হারিয়েই ফাইনালে যেতে চাই। কোনো সমীকরণ নিয়ে ভাবছে না দল।’
আজ লাল-সবুজের বাংলাদেশ নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাবে, সেটাই দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীদের নিগূঢ় প্রত্যাশা।
বাংলাদেশ ড্র করলেই অবশ্য উঠে যাবে ফাইনালমঞ্চে। দলের সহকারী অধিনায়ক মইনুল ইসলাম বলেছেন, ‘আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’
* পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বাংলাদেশ ৩ ৩ ০ ০ ৭/২ ৯
ভারত ৩ ২ ০ ১ ১৩/২ ৬
নেপাল ৩ ২ ০ ১ ৭/৮ ৬
মালদ্বীপ ৩ ০ ১ ২ ২/৯ ১
শ্রীলঙ্কা ৪ ০ ১ ৩ ১/৯ ১
সর্বোচ্চ গোলদাতা : ৪টি, মিরাজুল ইসলাম (বাংলাদেশ), পার্থিব সুন্দর গগই (ভারত)