বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ক্ষেতলাল-বটতলী সড়কের মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের রবিয়ার ছেলে অটোরিকশার চালক আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহানাজ (৪২), শাখারুঞ্জ চৌধুরীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাফিস (২১), নসিরপুর পূর্বপাড়া গ্রামের ইমাম সিরাজুল ইসলাম (৬০), জয়পুরহাট বুলুপাড়া গ্রামের ফেরদৌসের স্ত্রী ক্ষেতলাল বিআরডিবির ফিল্ড অফিসার শাহিনুর (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা অটোরিকশা ও জয়পুরহাটগামী একটি ট্রাক ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া মোড়ে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ড্রাইভারসহ দু’জন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দু’জনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দু’জনকে জয়পুরহাট সদর হাসপাতাল পাঠায়। পরে ওই চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার মোট পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন চিকিৎসাধীন রয়েছেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে ক্ষেতলালগামী অটোরিকশার সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। ট্রাকচালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।