মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

জেলেদের পাশে মৎস্য দফতর: দোহারে ১৬ জন পেল বকনা বাছুর

নিজস্ব প্রতিবেদক: জেলেদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে সরকার। এরমধ্যে ইলিশ ও জাটকা আহরণ বন্ধে জেলেদের জন্য সরকার সবসময় ভিজিএফ চালসহ অন্যান্য সহযোগিতা করেন।

এবার ঢাকার দোহারে ১৬ জন প্রান্তিক কার্ডধারী জেলেদের মধ্যে ১৬ টি বকনা বাছুর দেয়া হয়েছে। সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে কর্মসংস্থানের জন্য এসব বকনা বাছুর দেয়া হয়৷

উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মঙ্গলবার(২০ মে) দুপুরে উপজেলা চত্বরে এসব বিতরণ করা হয়৷ একই সাথে ভিজিএফ চাল বিতরণ করা হয় জেলেদের মধ্যে। এসব বকনা বাছুর ও চাল পেয়ে খুশি ছিল সুবিধাভোগী জেলেরা৷ তাঁরা সরকারের এমন উদ্যোগে প্রশংসা করে ধন্যবাদ জানান৷

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তানিয়া তাবাসসুম, মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী, সহকারী মৎস্য কর্মকর্তা ও বিভিন্নজনসহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com