মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

জেমি সিডন্স ॥ দক্ষিণ আফ্রিকায় জিততে এসেছি

জেমি সিডন্সের সঙ্গে বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ টেস্ট সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় জিততে এসেছি। প্রতিবার দক্ষিণ আফ্রিকা সফরে গিযয়েই নাকানিচুবানি খেতে হয়েছে। হতাশ হযয়ে দেশে ফিরতে হযয়েছে। কিন্তু এবার শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেটাররা আত্মবিশ্বাসী ছিল। চাঙ্গা ছিল। সবসময় জযয়ের কথা বলেছে। দক্ষিণ আফ্রিকায় এবার যে জিততেই গেছে বাংলাদেশ, তা ভালোভাবে বুঝিযয়ে দিযয়েছে। তাতে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গডয়েছে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজের পালা। মাত্র ২দিন পর ৩১ মার্চ থেকে প্রথম টেস্ট দিযয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

জিমে লিটন কুমার দাসের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১ মার্চ প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টটি ৮ এপ্রিল মাঠে গড়াবে। টেস্টেও বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। ওয়ানডেতে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা থাকার পরও জিতেছে বাংলাদেশ। আইপিএল খেলার জন্য টেস্ট সিরিজে রাবাদা, এনগিডিরা নেই। তাতে বাংলাদেশের সুবিধাই হযয়েছে। তবে সিডন্স নিজেদের বল দিযয়েই জয় পেতে চান।
‘কোনো ছাড় দেওয়া চলবে না’

দক্ষিণ আফ্রিকায় সিডন্স বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় গত সফরেও বাংলাদেশ ভালো খেলেছিল। সাকিব পাঁচ উইকেট পেয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছিল। তবে আমরা এখানে জিততে এসেছি, বাংলাদেশ জিততে এসেছে। কেবল একদিন না, আমাদের পাঁচ দিনই ব্যাট ও বলে পারফর্ম করতে হবে, কোনো ছাড় দেওয়া চলবে না। প্রতিটা ঘণ্টায় ভালো করে খেলতে।’

পেসার শরিফুল ইসলাম

ওয়ানডে সিরিজ যখন খেলা হয়, তখন কেপটাউনে টেস্ট দলের ক্রিকেটারদের নিযয়ে সিডন্স অনুশীলনে ব্যস্ত থাকেন। গ্যারি কারস্টেনের একাডেমি কারস্টেন ও রায়ান কুকের সহযোগিতা পান বাংলাদেশ ব্যাটসম্যানরা। আর সিডন্স তো ব্যাটসম্যানদের, বিশেষ করে মুমিনুল হক ও সাদমান ইসলামকে ব্যাটিং প্রস্তুতিটা ভালোভাবে করান। কেপটাউন থেকেই ওয়ানডে সিরিজ জয় উপভোগ করেন। তবে প্রথম টেস্ট হবে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ জযয়ে যে আত্মবিশ্বাস মিলেছে, তা টেস্ট সিরিজেও যেন ছেলেরা কাজে লাগাতে পারে, সেদিক নিযয়েই ভাবতে চান।

ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত

সিডন্স বলেছেন, ‘হ্যা, দারুণ ছিল। আমরা সবাই উপভোগ করেছি। দেশের সবাই খুব গর্বিত হবে তারা যেভাবে খেলেছে। দুইটি ম্যাচ জিতে সিরিজ জয় করা-চমৎকার ফলাফল ছিল। আমার মনে হয়, এটা থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে অবশ্যই আমরা পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারব।’

ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়

‘ঢাকা কিংবা চট্টগ্রামের চেযয়ে এখানে অনেক বাউন্স পাওয়া যাবে। তাই আমাদের সেভাবে বল মোকাবেলা করা ও অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। এটা টেস্ট ম্যাচ, লাল বলের খেলা, আগের সিরিজে (ওয়ানডে) সাদা বলে যারা খেলেছে তাদের চেযয়ে ভিন্ন হবে।’

‘(কেপটাউনের মতো উইকেট কিনা) আমরা নিশ্চিত করে জানি না। তবে সেরকমই ঘাস আছে, বেশ পেস আসবে। আমরা অন্য উইকেটে অনুশীলন করছি, জানি না টেস্ট ম্যাচের উইকেট কেমন হবে। আমরা এখন শুধু ভালো করে প্রস্তুতি নিতে পারি, নতুন বলে ব্যাটাররা কীভাবে লড়বে তা।’

পেসার এবাদত হোসেন

‘আবহাওয়া চমৎকার। এখানে ভালো নেট বোলার আছে, ভালো স্পিনার আছে। ব্যাটসম্যানরা ভালো সময় কাটাচ্ছে। একাডেমিতে অনুশীলনে গ্যারি কারস্টেন ছিল, রায়ান কুক ছিল। মুমিনুল ও সাদমান তাদের সাথে কাজ করেছে। গত ১০ দিনে আমরা ভালো অনুশীলন করেছি, অনেক পরিশ্রম করেছি। আশা করি, মুমিনুল ও সাদমান টেস্ট ম্যাচে খুব ভালো কিছু করবে।’‘ব্যাট ও বলের লড়াই বেশ শাণিত ছিল। এখানে স্পোর্টিং কন্ডিশন, সবুজ ঘাস আছে। যদিও ম্যাচ কন্ডিশন ছিল না, তবে ব্যাট-বলের লড়াই ম্যাচের মতোই ছিল। ওপেনিং বোলাররা বল করেছে, টপ অর্ডার ব্যাটাররা ব্যাটিং করেছে।’

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com