বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ । প্রচার-প্রচারণায়ও নিষেধাজ্ঞা রয়েছে । নিষেধাজ্ঞার মধ্যেই চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহিকে জুয়ার প্রচারে দেখা গেছে । সেই ধারাবাহিকতায় এবার জুয়ার প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়কা পরীমণিও ।
জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এই নায়িকা । সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অনলাইন বেটিং (জুয়া) প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেছেন পরী ।
জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি । প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবেও দেখা গেছে তাঁকে । যে বিজ্ঞাপনে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লাভের জন্য দর্শকদের প্রলুদ্ধ করতে দেখা গেছে পরীকে । ফেসবুকে পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি ।
অভিযোগের বিষয়ে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি ।
এদিকে অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে । অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে বলেও দাবি করেছে টিআইবি ।