বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুর-১ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকসী বলেছেন, আগামী নির্বাচন জুন মাসের মধ্যে দিলেই আমরা সন্তুষ্ট তবে সংস্কারের মাধ্যমে। তবে কোন দলের সাথে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের তিনি বলেন, জামায়াত ইসলামের এখন সিদ্ধান্ত আসেনি।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি শফিউদ্দিন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, কালিয়াকৈর উপজেলার জামায়াত ইসলামের আমীর বেলাল হোসেন সরকার, কালিয়াকৈর পৌর জামায়াত ইসলামের আমীর ইয়াসিন আলী মৃধাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।