রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছে শাহরুখ-রাশমিকা

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এরই মধ্যে বলিউডে পা রেখেছেন রাশমিকা। এবার বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

টলিউড ডটনেট জানিয়েছে, রাশমিকা মান্দানা তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায় ভালো করছেন। এবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। কিন্তু কোনো সিনেমায় নয়। একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। যশ রাজ ফিল্মসের স্টুডিওতে তাদের একসঙ্গে দেখা গেছে।

এক টুইটে রাশমিকা মান্দানা বলেন, ‘ভারতীয় সিনেমায় শাহরুখ খান সৌন্দর্যের প্রতীক। বিজ্ঞাপনে এখন তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হয়ে আসার মতো।’

শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

রাশমিকা মান্দানা তার অভিনয় ক্যারিয়ারে যতটা যশ-খ্যাতি কুড়িয়েছেন তার সবই দক্ষিণী সিনেমার কল্যাণে। তবে দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমায়ও মন দিয়েছেন তিনি। ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তার পরবর্তী হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। সুদীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com