রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

জিম্বাবুইয়ে সফরে টি-২০তে মাহমুদুল্লাহর জায়গায় অধিনায়ক সোহান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ টি-টোয়েন্টিতে জিম্বাবুইয়ে সফরে নতুন অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। জিম্বাবুইয়ে সফরে টি-টোয়েন্টিতে বিশ্রামে মাহমুদুল্লাহ, সোহান অধিনায়ক, খেলবেন না মুশফিকও।

শুক্রবার রাজধানীর এক হোটেলে তার সঙ্গে আলোচনার পর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও নির্বাচকরা বৈঠকের পর সন্ধ্যায় এই ঘোষণা দেন।

আসন্ন জিম্বাবুইয়ে সফরের দল থেকেও বাদ দেয়া হয়েছে মাহমুদুল্লাহকে। তবে সুজন দাবি করেন আপাতত নেতৃত্ব বিকেন্দ্রীকরণের জন্যই সোহানকে অধিনায়ক করা হয়েছে, তার অধিনায়কত্ব এবং পারফর্মেন্স পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় তারা দাবি করেন, মাহমুদুল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে। জিম্বাবুইয়ের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজে বিশ্রাম পেয়েছেন মুশফিকুর রহিমও। ১৫ সদস্যের দলে আবার সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন এবং ফিরেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। সর্বশেষ ১৩ টি২০ ম্যাচে বাংলাদেশ দল মাহমুদুল্লাহর নেতৃত্বে জিততে পেরেছে মাত্র ১ ম্যাচ। হেরেছে ১১টি, ১টি হয়েছে পরিত্যক্ত। এমন করুণ অবস্থার কারণে বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি ৪৩ ম্যাচ নেতৃত্ব দেয়া মাহমুদুল্লাহকে সরিয়ে দেয়ার আলোচনা তুঙ্গে ওঠে। যদিও অধিনায়ক হওয়ার পর বেশ ভালই সময় কাটছিল মাহমুদুল্লাহর।

২০১৮ সালে সাকিবের ইনজুরিতে ৫ ম্যাচের জন্য অধিনায়কত্ব পেয়েছিলেন মাহমুদুল্লাহ। পরে ২০১৯ সালে সাকিব নিষিদ্ধ হলে পাকাপাকিভাবে তার কাঁধেই দায়িত্ব তুলে দেয়া হয় টি২০ দলের। তার অধীনে সব মিলিয়ে ৪৩ টি২০ কেলে বাংলাদেশ সবচেয়ে বেশি ১৬টি জয় পেলেও হেরেছে ২৬টি। তবে এই সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়। সর্বশেষ ১৩ ম্যাচে তিনি দলকে ১টি জয় এনে দিতে পারলেও তার আগে ১৪ ম্যাচে ১০ জয় পাইয়ে দেন। তার নেতৃত্বে এমনকি প্রথমবার টি২০ ম্যাচে ভারতকেও হারায় বাংলাদেশ।

অধিনায়ক হওয়ার আগের ৭৫ ম্যাচে ৬৮ ইনিংসে ২৩.৭৯ গড়ে ১২৬১ রান করেন ১২১.৩৬ স্ট্রাইকরেটে। সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান। এই পরিসংখ্যানও বলছে ক্রমেই খারাপের দিকে গেছে মাহমুদুল্লাহর পারফর্মেন্স। আর তাই তার বিদায় নেয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দল এবং তার পারফর্মেন্সে উন্নতি না হওয়ায় সরিয়ে দেয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি এবং শুক্রবার সন্ধ্যায় হারান নেতৃত্ব। এমনকি দলেও নেই তিনি। এ বিষয়ে অবশ্য খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের নেতৃত্বে বিকেন্দ্রীকরণ করাটা জরুরী। সোহানের মধ্যে নেতৃত্ব দেয়ার সামর্থ্য আছে এবং সে সবাইকে বেশ অনুপ্রাণিত করতে পারে। তাই আমরা তাকে দিয়েছি। তবে এটাই চূড়ান্ত নয়। আবারও পরিবর্তন হতে পারে। মাহমুদুল্লাহকে আমরা বিশ্রাম দিয়েছি। মুশফিকও বিশ্রাম পেয়েছে। আমরা ভবিষ্যতের জন্য একটা পরিপূর্ণ টি২০ দল গড়তে চাই। সেজন্যই এবার এমনটা করা হয়েছে। জিম্বাবুইয়ে সফরের পর যে এমনটাই থাকবে দল তা কিন্তু নয়।’ দলে ফিরেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।

জিম্বাবুইয়ে সফরে বাংলাদেশ টি২০ দল ॥ নুরুল হাসান সোহান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসুম আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com