শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

জিততে হলে বাংলাদেশের করতে হবে ১৮৫ রান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: অ্যাডিলেডে অনুষ্ঠিত সুপার টুয়েলভে দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও বিরাট কোহলির ফিফটিতে ১৮৪ রানের পুঁজি পেল ভারত। ফলে জিততে হলে বাংলাদেশের দরকার ১৮৫ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার দলনেতা সাকিব আল হাসান। ব্যাট হাতে শুরুটা ততটা ভালো করতে পারেনি ভারত। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ৩৭ রান তুলতেই হারিয়েছে ১ উইকেট। ৮ বলে ২ রানে আউট হন ওপেনার ও দলনেতা রোহিত শর্মা।

এদিকে ব্যাট হাতে ক্রিজে ঝড় তুলে আরেক ওপেনার লোকেশ রাহুল। মাত্র ৩১ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। অবশ্য আউট হয়েছেন পরের বলেই। ৫০ রানের ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। ১৬ বলে ৩২ রানে সূর্যকুমার ও ৫ রানে হার্দিক ও ৭ রানে অক্ষর সাজঘরে ফেরেন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে ব্যক্তিগত দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ৬৪ রানে। মাত্র ৪৪ বলে খেলা তার এই ইনিংসটি ৮টি চার ও একটি ছয়ে সাজানো। এদিকে ১৩ রানে অপরাজিত থাকেন রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান মাহমুদ। এছাড়া দুটি উইকেট পেয়েছেন দলনেতা সাকিব আল হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com