বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে আবদুল জলিল নামে এক ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাল ভোট দেওয়ার কথা স্বীকার করে সমালোচার মুখে পড়েছেন।
লালমনিরহাট-২ (আদিতমারী ও কালিগঞ্জ) আসনের কালিগঞ্জ উপজেলার ভুল্যারহাট আশরাফিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি।
স্থানীয় সাংবাদিকদের দেওয়া ওই ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা জোর জবরদস্তি করেছিল, আমরা অনুরোধ করেছি, আপনারা একরম করবেন না, আমাদের পক্ষে সম্ভব না। এসময় জোর জবরদস্তি করে তারা দুই একটা ভোট বেশি দিয়েছে’।
ওই কেন্দ্রের ৩নং বুথে গত রোববার ভোট চলাকালীন সময় বেলা ১২টার দিকে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠে। ওই বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকা বইয়ের টিক চিহ্নের সাথে ভোটার ব্যালট পেপারে ভোটারদের স্বাক্ষর করা সিরিয়ালে গরমিল পায় স্থানীয় সাংবাদিকরা। এসময় ভোটার ব্যালট পেপারের স্বাক্ষর হিসাব করে ২০৯টি পাতা পাওয়া গেলেও ভোটার তালিকা বইয়ের টিক চিহ্ন হিসাব করে পাওয়া যায় ১৭৭টি। এসময় হিসাবের বাইরে ৩২টি ভোট কিভাবে পড়েছে এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা।
এদিকে খবর পেয়ে টহল পুলিশ ওই কেন্দ্রে ছুটে এলে দ্রুত সরে যায় কেন্দ্রের আশপাশে অবস্থান নেওয়া লোকজন।
এসময় জাল ভোটের বিষয়টি এড়িয়ে গিয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আমরা যেখানেই খবর পাচ্ছি, তাৎক্ষণিক সেখানে ছুটে যাচ্ছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।