সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টেফোর ডটকম ॥ এশিয়ান কাপ বাছাই পর্বের আগে জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী জুনে এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সভা করে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন।
ওই আসরে অংশ নিতে একটি ফিফা ফ্রেন্ডলি ও এশিয়ান কাপের তিনটি ম্যাচের জন্য জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে ১৬ মে গাজীপুরের সারা রিসোর্টে। সেখান থেকে ফিরে জাতীয় দল অনুশীলন করবে বসুন্ধরা কিংস এরেনায়। দশ দিনের অনুশীলন শেষে ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন জামাল ভূঁইয়ারা। বাংদুনে একটি প্রীতি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যাবে লাল-সবুজ বাহিনী। সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘দেশে অনুশীলন সেরে আমাদের দল ২৭ মে ইন্দোনেশিয়ায় চলে যাবে। সেখানে ১ জুন ম্যাচ খেলে দল যাবে মালয়েশিয়ায়।’ তাদের ঐতিহাসিক বাংদুন শহরে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলে আমাদের ছেলেরা মালয়েশিয়ায় যাবে এশিয়া কাপ বাছাই খেলতে।’
জুনের ফিফা উইন্ডোতে কয়েকটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা করছিল বাফুফে। আফগানিস্তান বাংলাদেশে এসে খেলতে চেয়েছিল। তবে এশিয়ান কাপ বাছাইয়ের ভেন্যু মালয়েশিয়ায় হওয়ায় আসা-যাওয়ার সুবিধার্থে ইন্দোনেশিয়াকে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ।
যদিও জানুয়ারি উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। ফুটবলারদের অনেকের করোনা ভ্যাকসিন না থাকায় সেই সফর বাতিল হয়। তবে এবারের সফরে সেই সঙ্কট দেখছেন না বলে জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান। কাজী নাবিলের ভাষ্য, ‘আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া শুরু করেছি। আশাকরি কোভিড টেস্টসহ সবকিছু শেষ করে ২৭ মে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের দল রওনা হবে।’
১৬ মে সারাহ রিসোর্টে ক্যাম্প শুরু হলেও পাঁচদিন পর জাতীয় দলের ফুটবলাররা হোটেল র্যাডিসনে উঠবেন। বাকি পাঁচদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন হবে। জাতীয় দলের ক্যাম্প পূর্ণতা পাবে মূলত ২৬ মের পর। বসুন্ধরা কিংস কলকাতায় ১৮-২৪ মে এএফসি কাপ টুর্নামেন্ট খেলবে।
আগামী ৮ থেকে ১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশে তিনটি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ে ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কেমেনিস্তান ও ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও পাঁচ সেরা রানার্সআপ এশিয়া কাপের মূলপর্বে খেলবে। বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল।