সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

জামালপুর ৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ৯জন

জামালপুর প্রতিনিধি॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র থেকে জামালপুর জেলার পাঁচটি আসনে নয়জনকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি আসনে একক প্রার্থী এবং বাকি চারটি আসনে দু’জন করে প্রার্থী মনোনয়ন চিঠি পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, জামালপুর-২ ইসলামপুর আসনে উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং বিএনপি সরকারের আমলের মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে একক মনোনয়ন দেওয়া হয়েছে। জামালপুর-৫ সদর আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি সরকারের আমলের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, ‘দলীয় প্রতীক একজনই পাবে। বিএনপির কেন্দ্রিয় সিদ্ধান্তক্রমে দলীয় কৌশলগত কারণে এমন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com