সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

জামালপুরে ৫ আসনে আ.লীগের চিঠি পেল ৭জন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর থেকে॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন ৭ জন।

জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন দুই জন। এদের মধ্যে তিন বারের সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, অপরজন হলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ।

ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত জামালপুর-২ আসনে মানোনয়নের চিঠি পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, তিনি এই আসন থেকে পর পর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-৩ আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন টানা ৫ বার নির্বাচিত সংসদ সদস্য বর্তমান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত জামালপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্য চিঠি পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান এবং জামালপুর সদর উপজেলা নিয়ে গঠিত জামালপুর-৫ আসনে চিঠি পেয়েছেন দুই জন, একজন হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এবং অপরজন হলেন টানা ৪ বার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com