বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

জামালপুরে রেল দূর্ঘটনায় তিনজন নিহত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::

জামালপুরে পৃথক রেলপথে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ট্রেনের সাথে ধাক্কা লেগে একজন মোটরসাইকেল আরোহী এবং বাকি দু’জন নিহত হয়েছেন ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে।

রবিবার এসব দুর্ঘটনা ঘটে। দু’টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং অজ্ঞাত এক যাত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে জামালপুর জিআরপি থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর-ময়মনসিংহ রেলপথের জামালপুর সদরের নরুন্দি-ভারুয়াখালী রাস্তার লেভেলক্রসিংয়ে রবিবার দুপুরে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নরুন্দি বাজারের একজন ব্যবসায়ী এবং স্থানীয় হাজিপাড়া গ্রামের রবিউল্লাহ ছেলে।

অপরদিকে, একই দিন ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ঝিনাই রেলসেতু অতিক্রম করার সময় ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে ফুল মাহমুদ (২২) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। তিনি মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। এছাড়াও একই দিন সকালে জামালপুর-ময়মনসিংহ রেলপথের পিয়ারপুর এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তিনিও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। তবে কোন ট্রেনের যাত্রী ছিলেন তিনি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।

রেলওয়ের জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত বলেন, রেলপথে দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুটি মরদেহ তাদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com