রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের মেলান্দহ উপজেলায় ঢাকা ফেরত একজন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় আক্রান্ত ওই বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নে আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসলে শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে জামালপুর স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতে আসা ওই ব্যক্তির নমুনা সংগ্রহের রিপোর্টে করোনা ধরা পড়ে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তামিম আল ইয়ামিন জানান, ঢাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ৩০ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ছুটিতে ঢাকা থেকে তার বাড়িতে আসেন। আক্রান্তের বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।