রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি::
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দেওয়ানগঞ্জ উপজেলায় পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সোলাইমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন আবদুল খালেক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।