সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের মেলান্দহ সাদিপাটি গ্রামে ব্যাটারী চালিত অটোরিক্সায় শাহাদৎ মিয়া (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ১ টার দিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহাদৎ মিয়া ইসলামপুরের হাড়িয়াবাড়ীর মোজাআটা গ্রামের মফিজল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার মেলান্দহ উপজেলার সাদিপাটি থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে শাহাদৎ ইসলামপুরের দিকে আসছিল। পথে অন্য একটি গাড়ী সাইড দিতে গিয়ে অটোরিক্সাটি রাস্তার পাশে গর্তে উল্টে পড়ে যায়। গর্তে পানি থাকায় সেখানে ডুবেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটোরিক্সার চালককে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেলারেল হাসপাতালে প্রেরণ করা হয়।