বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

জাফলং ভ্রমণে দিতে হবে ‘ফি’

অনলাইন ডেস্কঃ প্রকৃতি কন্যা সিলেটের জাফলং পর্যটন স্পষ্টে ঘুরতে আসা দর্শনার্থীদের এখন থেকে প্রবেশ ফি দিতে হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই কার্যক্রম শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন এই কার্যক্রমের তদারকি করছে।

উপজেলা প্রশাসন ও পর্যটন উন্নয়ন কমিটি সূত্রে জানা গেছে, সিলেটের মধ্যে সবচেয়ে বেশি মানুষ জাফলংয়ে বেড়াতে আসে। প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষের সেখানে সমাগম হয়। ছুটির দিনগুলোতে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।

এসব পয়েন্ট দিয়ে জাফলংয়ে প্রবেশের সময় পর্যটকদের জনপ্রতি ১০ টাকা হারে ‘প্রবেশ ফি’ দিতে হবে। ১০ টাকা প্রবেশ ফি দিলে পর্যটকরা নির্ধারিত খরচে ট্যুর গাইড, ফটোগ্রাফার ও নৌকা ভাড়া করতে পারবেন। পাশাপাশি থাকবে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ১০ টাকা ফি দিয়ে প্রাথমিকভাবে পর্যটকদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়া হচ্ছে। এরপর টিকিট দেখালে ফটোগ্রাফার, ট্যুর গাইড ও নৌকার মাঝি সহজে পাওয়া যাবে। তিনটি পর্বে ভাড়া নিয়ে একধরনের নৈরাজ্য ছিল। সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরও কোনো পর্যটক অভিযোগ করলে এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও পুরো জাফলংকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com