রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার॥ জাপানে প্যারা ব্যাডমিন্টনে নিউজিল্যান্ডের সঙ্গে জুটি বেঁধে জয় পেয়েছে বাংলাদেশের মোহাম্মদ আলী ইমাম।
মঙ্গলবার (৭ অক্টোবর) টোকিওতে অনুষ্ঠিত এসএল থ্রি ও এসএল ফোরের দ্বৈতে নিউজিল্যান্ডের ওজতেকের সঙ্গে জুটি বেঁধে আলী ইমাম ২১-৫ ও ২১-২ পয়েন্টে (সরাসরি ২-০ সেট) বিধ্বস্ত করেন ভারতের প্রাসাদ কুমার সিনহা ও ইরানের শানকিয়ান বাভারসাত জুটিকে। রাউন্ড রবিন লিগের খেলা চলছে।
এদিকে একক ইভেন্টেও চমক দেখিয়েছেন আলী ইমাম। চীনের ফু ফাজেংয়ের সঙ্গে লড়াইয়ের প্রথম সেটে ২১-১২ পয়েন্টে জিতলেও পরের দুই সেটে লড়াই করে হেরেছেন (১৪-২১ ও ২১-২৩ পয়েন্ট)।