মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

জাতীয় সাঁতারের ৫টি নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার, কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ৩০ মার্চ বুধবার পুরুষ ২০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল মিডলেতে ২ মিনিট ১০ দশমিক ৭৭ সেকেন্ড সময় নিয়ে গত বছর গড়া নিজের রেকর্ড ভাঙেন কাজল মিয়া। নৌবাহিনীর এই সাঁতারু আগেরবার সাঁতার শেষ করেছিলেন ২ মিনিট ১২ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে। ৫০ মিটার বাটারফ্লাইয়ে ১৭ বছরের পুরানো রেকর্ড নিজের করে নিয়েছেন মাহামুদুন্নবী নাহিদ। নৌবাহিনীর এই সাঁতারু ২০০৫ সালে জুয়েল আহম্মেদের গড়া (২৫ দশমকি ৭৪ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন ২৫ দশমিক ৬৯ সেকেন্ডে।

২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড নতুন করে গড়েছেন জুয়েল। ২০১৯ সালে ২ মিনিট ১৬ দশমিক ১৩ সেকেন্ডের টাইমিং এবার তিনি ছাপিয়ে গেছেন ২ মিনিট ১৫ দশমিক ২০ সেকেন্ডে।
ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা চলছে-ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে। বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সাঁতারে ১০টি ও ডাইভিং ১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সাঁতারে ৪টি, ডাইভিং ১টি মোট ৫টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। প্রথম দিনে ৪টি জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ নৌবাহিনী ১৮ স্বর্ণ, ১৩ রৌপ্য, ৭ ব্রোঞ্জপদক, বাংলাদেশ সেনাবাহিনী ৪ স্বর্ণ, ৫ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ এবং বিকেএসপি ২ রৌপ্য ও ৫ ব্রোঞ্জপদক নিয়ে যথাক্রমে তালিকার প্রথম তিনটি স্থানে আছে। এক্ষেত্রে নিজের রেকর্ডই ভেঙ্গেছেন তিনি (২০১৯ সালে ২ মিনিট ১৬.১৩ সেকেন্ড)।

মহিলাদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর যুথী আক্তার ২ মিনিট ৪০.৫১ সেকেন্ড সময় নিয়ে ভেঙ্গে দেন ২০১৯ সালে জুনাইনা আহমেদের ২ মিনিট ৪০.৭৫ সেকেন্ডের টাইমিং রেকর্ড। ডাইভিং ইভেন্ডের ১মি: ¯িপ্রং বোর্ড ডিসিপ্লিনে নৌবাহিনীর সাদী মোহাম্মদ মহসীন ২৭৪.৮৫ পয়েন্ট নিয়ে ২০১৯ সালে নিজেরই গড়া ২৪০.৭ পয়েন্টের রেকর্ড ভেঙ্গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com