শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

জাতীয় পার্টি কারো ছায়াতলে দাসত্ব বা দালালীর রাজনীতি করে না—জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি:: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বড় গাছের ছায়াতলে থাকলে ছোট গাছ, বেড়ে উঠতে পারে না। বড় গাছের ছায়াতলে থাকলে অনেক ঝড়-ঝাপ্টা আসে। সেই সব মোকাবেলা করেই দাঁড়াতে হয়। জাতীয় পার্টি কারো ছায়াতলে যাবে না। তাই, ঝড়-ঝাপ্টা আসবে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলবো। কারো ছায়াতলে থেকে, কারো দালালী অথবা চাকর হয়ে জাতীয় পার্টি রাজনীতি করে না তাতে সম্মান থাকে না।

শুক্রবার (৩ মার্চ) রাতে লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতি ও জেলা ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সম্মানের জন্য রাজনীতি করে। টাকার জন্য ব্যবসা করা যায়, ঘুষ খাওয়া যায় কিন্তু টাকার জন্য রাজনীতি করা উচিত নয়। জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শ নিয়ে এগিয়ে যাবে।

তিনি বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের পক্ষে কথা বলে, জাতীয় পার্টি দেশের মঙ্গলের জন্য রাজনীতি করে। আমরা জাতীয় পার্টির রাজনীতি করি। কারো সাথে বিবাদ করে রাজনীতি করবো না। কারো দালালী বা দাসত্ব করতে জাতীয় পার্টির রাজনীতির জন্ম নয়। জাতীয় পার্টি জাতীয় পর্যায়ের একটি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতি দল। জাতীয় পার্টির রাজনীতি দেখে অনেকেই হয়তো মনে করছেন, আমরা কারো সাথে হাত মিলিয়েছি। মনে রাখবেন জাতীয় পার্টি কারো বন্ধু হতে পারে কিন্তু জাতীয় পার্টি কারো দাসত্ব করে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি, দুঃশাসন আর দলীয়করণের মাধ্যমে দেশের মানুষের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। তাই, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় একটি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ এখনো জাতীয় পার্টির স্বর্নালী যুগের কথা মনে রেখেছেন। তারা আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান কাটাকাটি করে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়েছে। নির্বাহী বিভাগ, আইন সভা এবং বিচার বিভাগের বেশির ভাগই এক ব্যক্তির নিয়ন্ত্রনে। এটা কখনোই গণতন্ত্র হতে পারে না।

লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, সদস্য সচিব আহাদ ইউ চৌধূরী শাহিন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন প্রমুখ।

সম্মেলনে গণতান্ত্রীক পদ্ধগিতে ভোটের মাধ্যমে জাতীয় যুব সংহতি লালমনিরহাট জেলা শাখার হুমায়ুন কবিরকে সভাপতি ও আশরাফ আলী খাঁন মিঠুকে সাধারন সম্পাদক এবং লালমনিরহাট জেলা জাতীয় ছাত্র সমাজের রশিদুল ইসলামকে সভাপতি ও আনিছুর রহমান আকাশঁকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com